॥স্টাফ রিপোর্টার॥ ‘সাংগঠনিক কাজে বিশেষ অবদানের জন্য’ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি পেলেন রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু। তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এতদিন তিনি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছিলেন।
আজ ৪ঠা জুন জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাংগঠনিক কাজে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পদে ২৭জন নেতাকে সাংগঠনিক পদোন্নতি দিয়েছেন। তাদের মধ্যে ৫জনকে ভাইস চেয়ারম্যান, ৭জনকে যুগ্ম-মহাসচিব, ৬জনকে সাংগঠনিক সম্পাদক পদে এবং ৯জনকে সম্পাদক মন্ডলীর সদস্য পদে পদোন্নতি দেয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, জ্যেষ্ঠ আইনজীবী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন। এছাড়াও তিনি প্রায় এক যুগ ধরে রাজবাড়ী জজ কোর্টের অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলা বার এসোসিয়েশনের নির্বাচিত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি পেলেন এডঃ বাচ্চু
