Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এসপির হস্তক্ষেপে চালকদের সন্তোষ প্রকাশ॥মাহেন্দ্র থেকে তুলে ফেলা হলো ঈদ মোবারকের সেই স্টিকার

॥রবিউল ইসলাম মজনু॥ রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট থেকে বিভিন্ন রুটে চলাচলকারী মাহেন্দ্র থেকে পুলিশের কথা বলে মাহেন্দ্র মালিক সমিতির দুই নেতা কর্তৃক ‘ঈদ মোবারক’ স্টিকার লাগিয়ে ১হাজার টাকা করে আদায় করার বিষয়ে গতকাল ৩রা জুন দৈনিক মাতৃকণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা’র দৃষ্টিগোচর হয়।
তিনি মাহেন্দ্রগুলো থেকে সেই স্টিকার তুলে ফেলাসহ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করার নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশে গতকাল ৩রা মে সকাল থেকেই সকল মাহেন্দ্র থেকে ‘ঈদ মোবারক’ লেখা সেই স্টিকার তুলে ফেলা হয়। পুলিশ সুপারের এই পদক্ষেপে মাহেন্দ্র চালকরা সন্তোষ প্রকাশ করেন।
রাজবাড়ী জেলা অটো রিক্সা অটো টেম্পু চালক ইউনিয়ন (রেজিঃ-৩২৭৯) এর সভাপতি মোঃ আয়ুব খান জানান, মাহেন্দ্র মালিক সমিতির নামে ঈদ মোবারকের স্টিকার লাগিয়ে প্রতিটি মাহেন্দ্র থেকে ওই সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল আমাদের কাছ থেকে ১হাজার টাকা আদায় করছিল। আমরা বিষয়টি পুলিশ সুপারকে জানালে তিনি সকল স্টিকার তুলে ফেরার নির্দেশ দেন এবং কেউ পুলিশের কথা বলে মাহেন্দ্র থেকে টাকা উঠানোর চেষ্টা করলে তাকে জানাতে বলেন।
তবে আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশের কথা বলে কোন টাকা নেওয়া হয়নি। আমাদের দু’টি সংগঠন মিলে প্রতি গাড়ী থেকে ৫০০ টাকা করে নেয়া হয়েছে। এটা সমিতির গাড়ীগুলোর কল্যাণ ফান্ডের প্রতিদিনের ২০টাকার বকেয়া টাকা।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আবুল হোসেন বলেন, মাহেন্দ্রতে ঈদ মোবারকের স্টিকার লাগানোর বিষয়টি জানার পরে পুলিশ সুপারের নির্দেশে স্টিকারযুক্ত কোন মাহেন্দ্র ঘাটে ঢুকবে না বলে কড়াভাবে বলে দিয়েছি।