Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার গতকাল ৩রা জুন সকালে রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুরে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, পাংশা এলএসডি খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক একরাম হোসেন খান ও মাঠ সহকারীগণ উপস্থিত ছিলেন। ধান ক্রয় কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের ক্ষেত্রে ধানের আর্দ্রতা ও চিটা থাকার পরিমাণ সম্পর্কে আলোচনা করেন।
উল্লেখ্য, কালুখালী উপজেলা পর্যায়ে ৫৬ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের শনাক্তকৃত প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত ২৬ টাকা কেজি বা ১ হাজার ৪০ টাকা মণ দরে এই ধান ক্রয় কার্যক্রম শুরু হলো।