Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে মেডিকেল ইনফরমেশন সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল

॥মাহবুব হোসেন পিয়াল॥ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা সহায়তা প্রদানকারী ‘ইন্টারন্যাশনাল মেডিকেল ইনফরমেশন এন্ড হেলথ সেন্টার’ এর ফরিদপুর কার্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১লা জুন বিকালে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার একটি রেঁস্তোরায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফরিদপুরের চিকিৎসক, বিভিন্ন ক্লিনিকের মালিক ও সাংবাদিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে আলোচনাকালে ভারতের ব্যাঙ্গালোরের এসএসএনএমসি হাসপাতালের এজিএম ইজাতুল্লাহ খান বলেন, ইন্টারন্যাশনাল মেডিকেল ইনফরমেশন এন্ড হেলথ সেন্টার এর পক্ষ থেকে ভারতসহ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিংগাপুর প্রভৃতি দেশের বিশ্বমানের হাসপাতালসমূহে চিকিৎসার জন্য পাসপোর্ট, ভিসা, গাইড, হোটেল, দোভাষী, মোবাইলের সিমকার্ড, ইন্টারনেট, হুইল চেয়ার, স্ট্রেচার, এ্যাম্বুলেন্স, টেলি-মেডিসিন ও চিকিৎসা ব্যয়ের ধারণাসহ যাবতীয় সহায়তা প্রদান করা হয়। সেন্টারের ফরিদপুর কার্যালয়ের পরিচালক আবু নাছির আলম জানান, সম্প্রতি ফরিদপুর শহরের মুজিব সড়ক সংলগ্ন হাফেজ বিল্ডিং এর দোতালায় সেন্টারটির কার্যক্রম শুরু করেছে। এই সেন্টার থেকে দেশের বাইরে চিকিৎসা করাতে ভিসা ও পাসপোর্ট সহযোগিতাসহ আন্তর্জাতিক মানের চিকিৎসকদের খোঁজ-খবর এখন ফরিদপুরে বসেই পাওয়া যাবে।