॥স্টাফ রিপোর্টার॥ কোন রকম ভয়ভীতি বা মারপিট করে নয়, কেউ যদি আমাকে ভালবেসে ভোট দেয় তাহলে আমি নির্বাচিত হবো। না হলে আমি হবো না। এমন মন্তব্য করেছেন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটো।
গতকাল ১লা জুন বেলা ১২টায় রাজবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী ছিলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলাম। এরপর উপজেলা ভাগ হওয়ার পর আমি কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক হই। তখন থেকেই আমি ব্যবসায়ীক কাজে বাইরে ছিলাম। বর্তমানে যেহেতু আমার উপজেলায় নির্বাচন হচ্ছে সেকারণে আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আমার প্রতিপক্ষ একজন আছেন মোটর সাইকেল প্রতীক নিয়ে, আরেকজন আছেন নৌকা প্রতীক নিয়ে। আমি আওয়ামীলীগ করার কারণে অনেক নেতাকর্মীই আমার পক্ষে আছেন। এদেরকে বিভক্ত করার জন্য আমার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী কাজী সাইফুল ইসলাম বিভিন্ন রকম অবান্তর কথাবার্তা বলে বেড়াচ্ছেন এবং বহিরাগত সন্ত্রাসী দ্বারা আমার নেতাকর্মীকে হুমকি দিচ্ছেন। আমি চাই সুষ্ঠ নির্বাচন হোক। সুন্দর নির্বাচন হোক। আজকে আইন-শৃঙ্খলা মির্টিংও বলেছি আমি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি সুন্দর নির্বাচন চাই। এখানে কিছু বহিরাগত সন্ত্রাসী ঘোরাফেরা করছে এটা যেন বন্ধ করা হয়। প্রশাসন আমাকে আশ^স্ত করেছেন এই বহিরাগতরা যেন না ঢুকতে পারে সেজন্য তারা নজর দিবেন।
তিনি বলেন, আপনারা আমাকে যেমন চেনেন, তেমনি আমার প্রতিপক্ষকেও চেনেন। আমি চাই কারোর পক্ষ নিয়ে না সঠিক বিষয়টা যেটা আপনাদের দৃষ্টিগোচর হয় সেটা তুলে ধরবেন। আমি দীর্ঘদিন আওয়ামীলীগ করার কারণে অনেক নেতাকর্মীর সাথে আমার সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের যে চেয়ারম্যান সে নিজেও আমার ভাইয়ের মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে ছিলেন আমাকে ফিরিয়ে আনার জন্য। সে সম্পর্কেও আমার আত্মীয়ও হয়। সে এমপি সাহেবকে বলেছিল টিটু ভাইকে নিয়ে আসেন। তাকে দিয়ে রাজনীতি করাতে হবে। হঠাৎ সে কি মনে করে কিভাবে নমিনেশন নিয়ে এসেছে। নমিনেশন নিয়ে এসে বিভিন্ন ধরণের অবান্তর কথাবার্তা বলে বেড়াচ্ছে। আমি আপনাদের সহযোগিতা চাই।
এ সময় কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ এবং অর্থ বিষয়ক সম্পাদক নির্মল কুমার সাহা তার সাথে ছিলেন।
কেউ যদি আমাকে ভালবেসে ভোট দেয় তাহলে আমি নির্বাচিত হবো—আলিউজ্জামান চৌধুরী টিটো
