Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক-হেলপার নিহত॥২জন আহত

॥মাহবুব হোসেন পিয়াল॥ ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের ফরিদপুর শহরতলীর পূর্বগঙ্গাবর্দী এলাকায় বাস-ট্রাটের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে।
গতকাল ১লা জুন ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ২জন বাসযাত্রী আহত হয়েছে। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৩ঘন্টা মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক(৩৫) ও হেলপার(৩০) নিহত হয়। তাদের দু’জনের নামই ইসলাম। বাড়ী মাগুরা সদরের রাওতারা এলাকায়। এছাড়াও আমরা ঘটনাস্থল থেকে আহত ২জন বাসযাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। প্রায় ৩ ঘন্টা মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকার পর পুলিশের ট্রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।