Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে এনসিটিএফ-এর উদ্যোগে শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স(এনসিটিএফ) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ৯০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
গতকাল ১লা জুন বেলা ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে এই পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা এবং ক্রীড়া সংগঠন সাইফুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এনসিটিএফের ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা এনসিটিএফের ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ফাহমিদা জামান তান্নি।
এ সময় জেলা এনসিটিএফের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ অন্যান্য সদস্যগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা এনসিটিএফের উদ্যোগে এ বছর ৭ম বারের মত সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হলো।