॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে বালু ভর্তি ট্রাক্টর চাপায় মৌ আক্তার(২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল ৩১শে মে সকাল ৯টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের জাহানারা গার্ডেনের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মৌ রাজবাড়ী সদর উপজেলার কৌজুড়ী গ্রামের মমিন শেখের মেয়ে এবং বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোনারঘাট পদমদী গ্রামের আসাদ শেখের স্ত্রী। দুর্ঘটনায় মৌ’র পিতা মমিন শেখও আহত হয়েছেন।
জানা গেছে, সকালে মৌ আক্তার বাবার বাড়ী থেকে পিতা মমিন শেখের মোটর সাইকেলযোগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য বালিয়াকান্দির পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের মোটর সাইকেলটি ইসলামপুর ইউনিয়নের জাহানারা গার্ডেনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রাক্টরটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলের মৌ আক্তার নিহত এবং তার পিতা মমিন শেখ আহত হন। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মৌ’র পিতা মমিন শেখ জানান, তার জামাতা আসাদ শেখও রাজবাড়ী সরকারী কলেজ কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষা চলাকালীন সময় হওয়ায় এখন পর্যন্ত তাকে তার স্ত্রীর মৃত্যুর খবর দেওয়া হয়নি।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, বালু ভর্তি ট্রাক্টরটির চালক দুর্ঘটনা ঘটানোর পর কিছুদূর গিয়ে ট্রাক্টরটি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। ট্রাক্টরটি জব্দ করা রয়েছে।