Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

॥স্টাফ রিপোর্টার॥ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির খালেক গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল ৩০শে মে শহরের রেলস্টেশন সংলগ্ন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ এম.এ খালেকের চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ এম.এ খালেকের এতে সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল ও মহিলা দলের নেত্রী স্মৃতি ইসলাম বক্তব্য দেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গোলাম কাশেম, দপ্তর সম্পাদক খন্দকার নূরুল নেওয়াজ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হক, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি নজর মওলা প্রমুখ উপস্থিত ছিলেন।