Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে ক্লাব সদস্যদের সম্মানে গতকাল ৩০শে মে বিকালে প্রেসক্লাব মিলনায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সাবেক সভাপতি প্রফেসর এটিএম রফিক উদ্দিন ও আবু মুসা বিশ্বাস, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, এম. মনিরুজ্জামান, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম হিরণ, কোষাধ্যক্ষ মোঃ মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজিদ হোসেন, মহিলা সম্পাদিকা হাফিজা খাতুন, নির্বাহী সদস্য আবুল কালাম, মিসেস কামরুন্নাহার ও নূরে আলম সিদ্দিকী হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সংলগ্ন মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।