Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর শিশু ধর্ষণ মামলায় ১ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

॥শিহাবুর রহমান॥ ৮বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষক হামেদ আলী মোল্লা (৫৮)ক যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
গতকাল ২৯শে মে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত হামেদ আলী মোল্লা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বড় পাতুরিয়া পুরাতন গুচ্ছগ্রামের মৃত কেসমত মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১শে জুন দুপুরে হামেদ আলী মোল্লা প্রতিবেশী ওই শিশুকে কলই তোলার কথা বলে ডেকে নিয়ে ক্ষেতের মধ্যে ধর্ষণ করে।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে পরদিন হামেদ আলী মোল্লাকে আসামী করে কালুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করে। কালুখালী থানার মামলা নং-২২/৬/২০১৭। মামলার তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
গতকাল ২৯শে মে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ মামলার রায়ে হামেদ আলী মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে হামেদ আলী মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এডঃ উমা সেন ও আসামী পক্ষে এডঃ কামরুল আলম মামলা পরিচালনা করেন।