॥স্টাফ রিপোর্টার॥ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের ১ কোটি ৪৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ২৯শে মে বেলা ১১টায় আলীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান। এ সময় টিআইবি সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, ইউপি সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
আলীপুর ইউনিয়ন পরিষদে দেড় কোটি টাকার বাজেট ঘোষণা
