॥কামরুল মিঠু॥ এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)’র একটি প্রতিনিধি দল গতকাল ২৯শে মে সকালে রাজবাড়ী পৌরসভায় আগমন করেন। এরপর বেলা ১১টায় তারা পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় এডিবি’র প্রতিনিধি দলের সদস্যরা এডিবি’র অর্থায়নের ‘থার্ড আরবান গভর্ন্যান্স এন্ড ইনফ্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট(ইউজিআইআইপি-৩)’ প্রকল্পের সার্বিক বিষয়াদী নিয়ে আলোচনা করেন। এ সময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শেষে এডিবি’র প্রতিনিধি দলের সদস্যরা পৌর মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল, বিনোদপুর, শ্রীপুরসহ কয়েকটি এলাকায় (ইউজিআইআইপি-৩)’র অর্থায়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়িত ও চলমান কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা এসব কাজের ব্যবহৃত নির্মাণ সামগ্রী-গুণগতমান ও পৌরসভার ব্যবস্থাপনার প্রশংসা করেন। এছাড়াও তারা এডিবি’র পক্ষ থেকে রাজবাড়ী পৌরসভার ৬/৭টি বস্তি এলাকার উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে আরো অর্থায়নের আশ্বাস দেন।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী মতবিনিময়কালে এডিবি’র প্রতিনিধি দলের কাছে পৌরসভার আবর্জনা ডাম্পিং স্থানের উন্নয়নের ব্যাপারে প্রস্তাব দেন এবং সরেজমিনে তাদের শ্রীপুর বাস টার্মিনালের পাশের ডাম্পিং স্থানটি পরিদর্শন করান। এ সময় এডিবি’র প্রতিনিধিরা সীমানা প্রাচীরসহ ডাম্পিং স্থানের প্রয়োজনীয় উন্নয়নের ব্যাপারে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এর পাশাপাশি তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার জন্য পৌর কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
এছাড়াও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী অগ্নিনির্বাপনের সুবিধার্থে জলাধার নির্মাণে এডিবি’র প্রতিনিধিদের কাছে সহায়তা চান এবং মেয়রের দায়িত্বে থাকাকালে তিনি এডিবি’র সকল প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়িত হবে বলে তাদেরকে আশ্বস্ত করেন।
রাজবাড়ী পৌরসভা এলাকায় এডিবি’র অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিনিধি দল
