Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার আইসক্রীম ফ্যাক্টরী ও মাংসের দোকানীর জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক গতকাল ২৯শে মে পাংশা বাজারে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আইসক্রীমে অননুমোদিত রং ও ঘনচিনি ব্যবহার করায় পিপাসা আইসক্রীম ফ্যাক্টরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৫২ ধারায় ২০ হাজার ও ৩হাজার টাকা করে মোট ২৩হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় গরুর মাংস প্রক্রিয়াকরণ ও বিক্রির দায়ে ইকরাম মাংস ভান্ডারকে একই আইনের ৪৩ ধারায় ৩হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ক্ষতিকর আইসক্রীম তৈরী ও অবৈধভাবে মাংস প্রক্রিয়াকরণে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ জব্দ করা হয়।
এছাড়াও অভিযানকালে বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়।
জেলা ও পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।