Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দাদশী ইউপিতে পৌনে দুই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন গতকাল ২৮শে মে বিকোল ৪টার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উন্মুক্ত বাজেট অধিবেশনে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ১ কোটি ৭৪ লক্ষ ৩৯ হাজার ৫শত ৫৭ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।
এ সময় ইউপি সচিব একেএম রেজাউল কবির, দাদশী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মোছাঃ আমিরণ নেছাসহ ইউপির সকল সদস্য ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের বাজেটে কর ও রেট, ইজারা, যানবাহন, নিবন্ধন কর, লাইসেন্স ও পারমিট ফি, জন্ম নিবন্ধন ফি, সম্পত্তি হতে আয়, প্রান্তিক জের ও অন্যান্য খাত হতে আয় ধরা হয়েছে ১৮ লক্ষ ৫২ হাজার ৭৭৭টাকা। সেই সাথে চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতাসহ অন্যান্য ব্যয়ও ধরা হয়েছে একই পরিমান অর্থ।
তবে বাজেটের সিংহ ভাগ অর্থ ১কোটি ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭শত ৮০টাকা ধরা হয়েছে উন্নয়ন খাতে। এসব খাতের মধ্যে রয়েছে যোগাযোগ, কৃষি ও সেচ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দসহ ক্রীড়া ও সংস্কৃতি, সচিব ও কর্মচারীদের বেতন ভাতা। ভিজিডি, ভিজিএফ ও জিআর, সেবা ও স্বাস্থ্য।
এছাড়াও এবারের বাজেটে দারিদ্র বিমোচন, পল্লী উন্নয়ন ও সমবায়, মহিলা, যুব ও শিশু উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থা ও ত্রানের জন্য মোটা অংকের অর্থ বরাদ্দ রাখা হয়েছে।