॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম গতকাল ২৮শে মে দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে করিম ট্রেডার্সকে ২হাজার টাকা, জিলাপীতে ক্ষতিকর হাইড্রোজ মেশানোর দায়ে জাহিদের জিলাপীর দোকানকে ১হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে হালিমের হোটেলকে ২হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ৫হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি ৩০ কেজি হাইড্রোজ মিশ্রিত জিলাপী ও ক্ষতিকর রং মেশানো চিপস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়াও অভিযানকালে বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির এবং এস.আই হাফিজুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।