Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার কলিমহর ইউপির ভাতশালা থেকে অস্ত্র-গুলিসহ ১ সন্ত্রাসী গ্রেফতার

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ভাতশালা গ্রাম থেকে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ কেসমত খাঁ (৫৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গতকাল ২৭শে মে রাত ৯টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল ভাতশালা গ্রামের জনৈক সালাম বিশ্বাসের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কেসমত খাঁ ভাতশালা গ্রামের মৃত আরশেদ খাঁর ছেলে।
রাজবাড়ী ডিবি’র ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত কেসমত দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি দিয়ে চাঁদাবাজী করে আসছিল। তার বিরুদ্ধে পাংশা থানায় ২টি অস্ত্র মামলা রয়েছে।