॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়ার আলহাজ্ব এম. এ করিম শিশু সদনের (এতিমখানা) শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছে ‘রক্তদানে বৃহত্তর ফরিদপুর’ ও ‘আমরা রক্তসন্ধানী’ সংগঠন এর সদস্যরা।
গতকাল ২৬শে মে বিকালে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ‘আমরা রক্তসন্ধানী’র সিও ওয়াহিদুজ্জামান সাগর, দপ্তর সম্পাদক জুয়েল আহমেদ, ‘রক্তদানে বৃহত্তর ফরিদপুর’র আহ্বায়ক স্মৃতি ইসলাম, রাজবাড়ী টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, নেহাল আহম্মেদ, সংগঠন দু’টির সদস্য নাছির, ওবায়দুর, পাভেল, রিপন, ফরহাদ, তানিয়া, রবিউল, নাজমুল, হৃদয়সহ এতিম শিশুরা দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ভবদিয়া এতিমখানার শিশুদের নিয়ে দু্ইটি রক্তদান সংগঠনের উদ্যোগে দোয়া-ইফতার মাহফিল
