Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে বিপুল পরিমাণ এসিআই লবণ ও টেস্টি-তাসকিয়া সফট ড্রিংকস পাউডার ধ্বংস

॥স্টাফ রিপোর্টার॥ বিএসটিআই’র নিম্নমান ঘোষিত পণ্য বিক্রির দায়ে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের ৩ জন দোকানীকে জরিমানা এবং বিপুল পরিমাণ এসিআই লবণ ও টেস্টি-তাসকিয়া সফট ড্রিংকস পাউডার জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ২৬শে মে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনার মাধ্যমে দোকানীদের জরিমানা ও পণ্যসামগ্রী ধ্বংস করেন।
অভিযানকালে বিএসটিআই’র নিম্নমান ঘোষিত পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় রতনদিয়া বাজারের আল বারাকা এন্টারপ্রাইজ, পাল স্টোর ও খলিল স্টোরকে যথাক্রমে ৪হাজার, ২হাজার ও ৫হাজার টাকা করে মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি আল বারাকা এন্টারপ্রাইজ থেকে ১হাজার ৪৫২ কেজি এসিআই লবণ, ৬৮ প্যাকেট টেস্টি সফট ড্রিংক পাউডার, পাল স্টোর হতে ১০ কেজি এসিআই লবণ ও ৩৬ প্যাকেট তাসকিয়া সফট ড্রিংক পাউডার এবং খলিল স্টোর হতে ৮ হাজার ২৫ কেজি এসিআই লবণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
এছাড়াও অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা প্রদানসহ আইনটি সম্বলিত লিফলেট বিলি করে সকলকে আইনটি মেনে চলার আহ্বান জানানো হয়।