Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জামালপুর ইউনিয়ন পরিষদে প্রায় দুই কোটি টাকার বাজেট ঘোষণা

॥দেবাশীষ বিশ্বাস॥ স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার নিশ্চিতকরণের লক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল ২৫শে মে সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ১ কোটি ৯৬ লক্ষ ৮৬ হাজার ২৮৮ টাকার এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদারের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব বিধান কুমার বিশ্বাস।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতের আয় ধরা হয়েছে ৩৬ লক্ষ ৩৯ হাজার ৮৮৮টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩১ লক্ষ ৬৯ হাজার ৮৮৮ টাকা। রাজস্ব খাতের উদ্বৃত্ত ৪ লক্ষ ৭০ হাজার টাকা উন্নয়ন খাতে স্থানান্তর করা হয়েছে। উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লক্ষ ৪৬ হাজার ৪৪০ টাকা।
বাজেট উপস্থাপনের পর জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার বলেন, এই উন্মুক্ত বাজেট ঘোষণা ইউনিয়ন পরিষদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। আগামী অর্থ বছরে জামালপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করা হবে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে নলিয়া শ্যামামোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন বিশ্বাস, ইউপি সদস্য কামাল সরদার, আবুল কালাম আজাদ, ইউসুফ শেখ, মোহাম্মদ রফিক শেখ, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম মিয়া, সাইফুল ইসলাম টুটুল, রিজভী আহম্মেদ খসরু, নাজমা বেগম, নুরজাহান ও মাহমুদা বেগমসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।