Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা॥ধর্ষক গ্রেফতার

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরমহিদাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী (২৫)কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত ধর্ষক মোহন শেখ (৪২)কে গ্রেফতার করেছে। সে একই গ্রামের মৃত করিম শেখের ছেলে।
ধর্ষিতা গৃহবধূ জানান, তার স্বামী কুয়েত প্রবাসী। গত ১৮ই মে বেলা ১১টার দিকে তিনি বাড়ীর কাছের মাঠে নিজের জমির ফসল তুলতে যান। এ সময় মোহন শেখও পাশের জমিতে কাজ করছিল। সে ফসল তুলে দেয়ার কথা বলে তার কাছে আসে এবং একপর্যায়ে মাঠের মধ্যেই মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। পরে তিনি বাড়ীতে ফিরে স্বজনদের সাথে পরামর্শ করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ধর্ষক মোহন শেখকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ধর্ষিতা গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়ে মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
গ্রেফতারকৃত মোহনের পরিবারের সদস্যরা দাবী করেছেন, পারিবারিক দ্বদ্বের জেরে ধর্ষণের মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।