Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী উপজেলা নির্বাচনের প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন॥১জন প্রার্থীর মনোনয়ন বাতিল

॥চঞ্চল সরদার॥ পঞ্চম ধাপে আগামী ১৮ই জুন অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
গতকাল ২৩শে মে সকালে জেলা নির্বাচন অফিসের মিলনায়তনে জেলা নির্বাচন অফিসার ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
এ সময় কালুখালী উপজেলা নির্বাচন অফিসার(অঃ দাঃ) ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোঃ আব্দুল আলিমসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
যাচাই-বাছাইতে ঋণ খেলাপীর দায়ে মোঃ খোরশেদ আলী মোল্লা নামের একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
এছাড়া প্রতিদ্বন্দ্বি অপর ১৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়। তাদের মধ্যে ৪জন চেয়ারম্যান প্রার্থী, ৭জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭জন এবং ৪জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
বৈধ ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন ঃ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য মোঃ আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো ও আরেক স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম সিদ্দিকী হক।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন ঃ কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তনয় চক্রবর্তী শম্ভু, সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্দুস সাত্তার, সাংবাদিক মোঃ ফজলুল হক, এনায়েত হোসেন, রফিকুল ইসলাম ও একেএম মোজাম্মেল হক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন ঃ বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন, ডলি পারভীন এবং রাশিদা ইয়াসমিন।
জেলা নির্বাচন অফিসার ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আগামী ৩১শে মে সকাল সাড়ে ১০টায় জেলা নির্বাচন অফিসের মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
উল্লেখ্য, কালুখালী উপজেলা পরিষদ গঠিত হওয়ার পর এবার দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপজেলার ৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৭৬৭ জন, তাদের মধ্যে ৫৯ হাজার ৮৫৫ জন পুরুষ এবং ৫৭ হাজার ৯১২জন মহিলা ভোটার। মোট ৪৬টি ভোটকেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।