Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বিএসটিআই’র নিম্নমান ঘোষিত জব্দকৃত পণ্য সামগ্রী ধ্বংস

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জব্দকৃত বিএসটিআই’র ‘নিম্নমান ঘোষিত’ বিপুল পরিমাণ পণ্যসামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল ২৩শে মে বিকালে রাজবাড়ী শহরের শ্রীপুরে পৌরসভার আবর্জনা ফেলার জায়গায় ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে এসিআই কোম্পানীর লবণ ১হাজার ৬৫২ কেজি, প্রাণ কোম্পানী ২৪ প্যাকেট লাচ্ছি সেমাই, একই কোম্পানীর ২০০ গ্রাম ওজনের ৭ কৌটা কারি পাউডার এবং তাসকিয়া’র ৮৩০ প্যাকেট সফট ড্রিংকস পাউডার।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোঃ শরীফুল ইসলাম জানান, গত সোমবার ও বুধবার রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিএসটিআই’র নিষিদ্ধ ঘোষিত এসব পণ্য সামগ্রী জব্দ করা হয়।