Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বালিয়াকান্দির দর্জি শ্রমিকরা

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ ঈদকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দর্জি শ্রমিকরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছে।
বিভিন্ন টেইলার্স(পোষাক তৈরীর দোকান) ঘুরে দেখা যায়, সেগুলোর মালিক-শ্রমিকরা অত্যন্ত ব্যস্ত রয়েছে। রমজান শুরুর পর থেকেই তাদের ব্যস্ততা বেড়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে তাদের ব্যস্ততাও তত বাড়ছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা পোশাক তৈরীর কাজে ব্যস্ত থাকে। পরিশ্রম বেশী হলেও কাজ করতে তাদের কোন অনিহা নেই, কারণ তারা মজুরীও বেশী পাচ্ছে। এর ফলে দিন-রাত তারা মনোযোগ দিয়ে কাজ করে চলেছে। এই রমজান মাসে পরিবারের সাথে ইফতার করার সময়টুকুও তারা পাচ্ছে না। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫শতাধিক টেইলার্সের দোকান রয়েছে।
বালিয়াকান্দি বাজারের সামিয়া টেইলার্সের মালিক পারভীন আক্তার, তানিয়া টেইলার্সের মালিক জামির হোসেনসহ কয়েকজন টেইলার্স মালিক জানান, প্রতি বছরের মতো এবারও রমজান শুরু হওয়ার পর থেকে তারা অর্ডারের পোশাক তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছেন। দিন দিন ব্যস্ততা আরও বাড়ছে। ফলে রাত-দিন কাজ করতে হচ্ছে। গার্মেন্টস কারখানায় তৈরী রেডিমেড পোশাক অনেক সময় শরীরের সাথে ফিটিং না হওয়ায় টেইলার্সের তৈরী পোশাকের আলাদা চাহিদা রয়েছে।
এ বছর প্যান্ট ৪শত থেকে সাড়ে ৪শত, শার্ট ৩শত থেকে সাড়ে ৩শত, পাঞ্জাবী ৩শত থেকে সাড়ে ৩শত, বোরকা ৩শত থেকে সাড়ে ৩শত ও ব্লাউজ ৮০ টাকায় তৈরী করা হচ্ছে।