Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে গতকাল ২৩শে মে দুপুরে সাবেক কোর্ট চত্বর পুকুর পাড়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
‘তথ্য আপা ঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম বাল্য বিবাহ ও যৌতুক বিষয়ের উপর উঠান বৈঠকে আলোচনা করেন।
‘তথ্য আপা’র গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, তথ্য প্রযুক্তির সহজলভ্যতা তৃণমূল নারীদের নিকট পৌঁছে দেয়ার জন্য সরকার এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তিভিত্তিক ৬টি বিষয় শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সেবা প্রদান করবেন এই তথ্য আপারা। সহকারী তথ্য কর্মকর্তা(তথ্য আপা) চন্দনা খাতুন ও রতœা জামানসহ ৫০জন মহিলা উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।