Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খানখানাপুর বাজারের দুই মিষ্টির দোকানীর ৪০হাজার টাকা জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাবের সহযোগিতায় রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন এবং মোঃ আরিফুজ্জামান গতকাল ২২শে মে বিকালে সদর উপজেলার খানখানাপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানকালে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ দিয়ে জিলাপী ও মিষ্টি তৈরীর দায়ে বাজারের কণিকা ও মালিক মিষ্টান্ন ভান্ডার নামের ২টি মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৫৩ ধারায় ১০ হাজার ও ৩০হাজার টাকা করে মোট ৪০হাজার টাকা জরিমানা করে। এ সময় ২০/২৫ কেজি মিষ্টি ও ১৫/১৬ কেজি জিলাপী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে র‌্যাবের একটি দল এবং রাজবাড়ী সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।