Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলার চরমপন্থীদের আত্মসমর্পনে সমন্বয়কারী কর্মকর্তা রেঞ্জ ডিআইজি কর্তৃক পুরস্কৃত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ও ফরিদপুর জেলার চরমপন্থীদের আত্মসমর্পনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে এবার পুরস্কার পেয়েছেন রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূইয়া।
গতকাল ২২শে মে দুপুরে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,পিপিএম রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূইয়াকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি সালেহ মুহাম্মদ তানভীর, অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামানসহ রাজবাড়ীসহ ঢাকা রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ই এপ্রিল বিকেলে পাবনার শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,এমপির নিকট ৫৯৫জন চরমপন্থী আত্মসমর্পণ করে।
এরমধ্যে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-পিপিএম(সেবা) এর তত্ত্বাবধানে ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূঁইয়া প্রধান সমন্বয়কারী হিসেবে রাজবাড়ী ও ফরিদপুর জেলার ৩৩জন চরমপন্থী ১৮টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ আত্মসমর্র্পন করায়।
সশস্ত্র চরমপন্থীদের আত্মসমর্পণে প্রধান সমন্বয়কারী হিসেবে সাফল্যর সাথে পেশাগত দায়িত্ব পালন করায় রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূইয়াকে ঢাকা রেঞ্জের ডিআইজি কর্তৃক শ্রেষ্ঠ সমন্বয়কারীর পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূইয়া ইতিপূর্বে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে পুরস্কৃত হয়েছেন।
এছাড়াও একই অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে রাজবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিমকে পুরস্কৃত করা হয়।