Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাংশা শাখায় গতকাল ২২শে মে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াক্ফ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল-২০১৯ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাংশা শাখার এফএভিপি এন্ড হেড অব ব্র্যান্স মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াক্ফ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সেনগ্রাম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস শুকুর বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ইসলামী শরী’আহ্ মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংকের গ্রাহকসেবার প্রশংসা করেন। সেই সাথে ব্যাংকের উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন তারা।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া কামিল মডেল মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন।
অনুষ্ঠানে পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এআর মাহমুদুল হক রোজেন, পাংশার সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমীন, পাংশা শাহ জূঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী, মাজবাড়ী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম হেলাল, পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শওকত আলী সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, রায়নগর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ লুৎফর রহমান, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাঃ শাহাদত আলী, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, ব্যাংকের তিন শতাধিক গ্রাহক, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।