Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ২২শে মে সকালে তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের(২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, তথ্যসেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, তথ্যসেবা সহকারী মাফুজা খাতুন ও অর্পণা রাণী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকুরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা ও ডিজিটাল সেবাসমূহের নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাংশার তথ্য কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের মহিলারা উপস্থিত ছিলেন।