॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম গতকাল ২১শে মে দুপুরে যৌথভাবে বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ক্রয় মূল্যের চেয়ে মাত্রাতিরিক্ত দামে পোশাক বিক্রির দায়ে বাজারের রূপের হাট, শীতল ফ্যাশন ও ঘোমটা বস্ত্রালয় নামের ৩টি কাপড়ের দোকানকে ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় ১৫হাজার টাকা করে সর্বমোট ৪৫হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ও বালিয়াকান্দি স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বালিয়াকান্দি বাজারের তোপের মুখে পড়েন। জরিমানা করা একটি দোকানের মালিক নানা অজুহাতে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে আভিযানিক দলের গাড়ীতে তোলা হয়। তখন বাজারের ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে ঘেরাও করে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাজারের প্রভাবশালী ব্যবসায়ী এহসানুল হাকিম সাধনের মধ্যস্থতায় জরিমানা পরিশোধের পর ওই ব্যবসায়ীকে মুক্তি দেয়া হয়।
বালিয়াকান্দি বাজারের তিনটি কাপড়ের দোকানের জরিমানা
