॥স্টাফ রিপোর্টার॥ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে মে বিকালে রাজবাড়ী পৌর ইংলিশ মার্কেটের ২য় তলায় চিলি’স ফুড পার্ক এন্ড রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এনপিপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি কে.এইচ.এম নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এনপিপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকারিয়া বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা এনপিপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফ মোল্লা, অন্যান্যের মধ্যে জেলা ইমাম কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মজিদ পাটোয়ারী, জেলা ইমাম কমিটির সদস্য ও মূলঘর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ নেছার উদ্দিন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ সাব্বির হোসাইন, ভান্ডারিয়া ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর এপিএস এনায়েতুল হোসাইন রওশন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এনপিপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকারিয়া বলেন, দেশকে বাঁচাতে হলে আগে কৃষককে বাঁচাতে হবে। বর্তমানে কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে চরম বিপাকে পড়েছে। সরকারকে এ ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। জনদুর্ভোগ লাঘবে ভাঙ্গাচোরা রাস্তা-ঘাটগুলো দ্রুত ঠিক করতে হবে। ধর্মীয় মূল্যবোধকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান করতে হবে। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এ জন্য যে তিনি দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর বাস্তবায়ন তার প্রধান প্রমাণ। এছাড়াও তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। আশা করি তিনি দেশকে তার ভিশন অনুযায়ী উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে সক্ষম হবে।
সভাপতির বক্তব্যে এনপিপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি কে.এইচ.এম নাজমুল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে এনপিপি কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু ১বছর আগে প্রয়ান করার পর তার ছোট ভাই শেখ ছালাউদ্দিন ছালু বলিষ্ঠভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা ইতিবাচক রাজনীতির মাধ্যমে দেশের কল্যাণে অবদান রাখতে চাই।
আলোচনা সভার শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন জেলা ইমাম কমিটির সদস্য ও মূলঘর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ নেছার উদ্দিন। আমন্ত্রিত অতিথিগণসহ এনপিপির নেতাকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।