Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে চত্রা নদীর পুনঃ খনন প্রকল্প ও ভাঙ্গন এলাকা পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ গতকাল ২০শে মে সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে চত্রা নদীর পুনঃখনন কাজ ও গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
চত্রা নদীর পুনঃখনন কাজ পরিদর্শনকালে তিনি খননকৃত মাটি নদীর দুই পাড় হতে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করে বলেন, মাটি না সরালে নদীর পাড় ভেঙ্গে পড়বে।
মাটি সরিয়ে নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবেন তিনি বলেন, স্থানীয় জনগণ তাদের নিজ প্রয়োজনে খননকৃত মাটি ব্যবহার করতে পারবে। এলাকার সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও খননকৃত মাটি ব্যবহার করতে পারবে। তাছাড়া কোন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে মাটির প্রয়োজন হলে তারা পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী রাজস্ব জমা প্রদান করে মাটি ব্যবহার করতে পারবে এবং ঠিকাদার কর্তৃক মাটি বিক্রি করা হলে পাউবোর নীতিমালা অনুযায়ী রাজস্ব বাবদ তার বিল হতে কর্তন করা হবে।
নদীর দুই পাড়ে পাউবোর জমিতে থাকা অবৈধ স্থাপনা সম্পর্কে তিনি বলেন, অবৈধ স্থাপনাগুলোর জন্য নদী খননে ব্যাঘাত ঘটছে। তিনি আগামী সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেন। অন্যথায় অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হবে বলে উল্লেখ করেন।
এছাড়াও তিনি চত্রা নদীর খাটিয়াগাড়া ব্রীজের প্রবেশ রাস্তা ভাঙ্গনের বিষয়ে ঠিকাদারকে মেরামতের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, ঢাকার মতিঝিলের মেসার্স নূনা ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৭.৯৮ কোটি টাকা ব্যয়ে চত্রা নদীর ৭ কিলোমিটার অংশে পুনঃখননের কাজ করছে।
অপরদিকে গড়াই নদী ভাঙ্গন এলাকা পরির্দশনকালে তিনি নারুয়া খেয়াঘাট অংশে বর্ষার পূর্বেই জরুরী প্রতিরক্ষামূলক কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এস.এম নূরুন নবী, শাখা কর্মকর্তা মাহমুদুল হাসান এবং মৃগী শাখার কর্মকর্তা মোঃ রনিসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি চত্রা নদীর পুনঃখনন ও গড়াই নদীর ভাঙ্গনসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেন।