Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খুলনার তিনটি আইসক্রিম ফ্যাক্টরী ও খাবারের হোটেলকে জরিমানা

॥খুলনা প্রতিনিধি॥ খুলনায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সহযোগিতায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১টি আইসক্রিম ফ্যাক্টরী ও ২টি খাবারের হোটেলকে মোটা অংকের টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১৮ই মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এবং খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা পৃথকভাবে খুলনার দৌলতপুর থানাধীন ডে-নাইট কলেজ মোড় ও খুলনা মহানগরীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করেন।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদনের দায়ে খুলনার দৌলতপুর থানাধীন ডে-নাইট কলেজ মোড়ের নিউ রুচি আইসক্রিম ফ্যাক্টরীর মালিক সুমন রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রির দায়ে খুলনা মহানগরীর সদর থানা এলাকার ২টি খাবারের হোটেলকে একই আইনের ৫২ ধারায় ৭০হাজার টাকা করে জরিমানা করেন। ৩এপিবিএন খুলনার ২টি টিম অভিযানে সহযোগিতা করেন।