॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ১৬ই মে দিবাগত গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন রায়নগর গ্রামে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, ২০১টি সিম কার্ড ও ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ঃ রায়নগর গ্রামের ফজলু হাওলাদারের ছেলে মোশতাক হাওলাদার(২৮) এবং মিয়াপাড়ার মজিদ শেখের ছেলে ঠান্ডু শেখ(২৬)। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ভাঙ্গা থানায় সোপর্দ পূর্বক র্যাব বাদী হয়ে প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গ্রেফতারকৃতরা মোবাইল সীম কার্ড বিক্রেতা ও বিকাশ এজেন্টদের সাথে যোগসাজশের মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।