॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ লেবার স্টাডিজ (বিলস্) এর উপদেষ্টা পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্র(৬৮) আর নেই।
গত ১৫ই মে ভোর রাতে রাজধানী ঢাকার লালমাটিয়ার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেন।
রায় রমেশ চন্দ্রের ঘনিষ্ঠ স্বপন কুমার সরকার টেলিফোনে দৈনিক মাতৃকণ্ঠকে জানান, গত বুধবার ভোর রাতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণের পর সকালে তার ছেলে বিছানার উপর মরদেহ দেখতে পেয়ে পাশের ফ্লাটের একজন চিকিৎসককে ডেকে এনে দেখালে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। রায় রমেশ চন্দ্রের স্ত্রী আমেরিকায় মেয়ের বাসায় থাকায় তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। হিমঘরে রাখার আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ধানমন্ডিতে বিলস্ কার্যালয়ে কিছু সময়ের জন্য রাখা হয়। সেখানে বিলস্রে চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ এবং মহাসচিব নজরুল ইসলাম খানসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার(আজ ১৭ই মে) মাগুরার শ্রীপুর উপজেলার গ্রামের বাড়ীতে তার মরদেহ দাহ করা হবে।
রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।