Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে চত্রা নদী পুনঃ খনন চলমান॥ঘিকমলা সড়কে ভাঙ্গন সৃষ্টি

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খাটিয়াগাড়া ব্রীজ সংলগ্ন চত্রা নদী পুনঃ খনন কাজ চলমান অবস্থায় হঠাৎ ঘিকমলা সড়কে ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড।
গতকাল ১৬ই মে বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারুয়া ইউনিয়নের চরঘিকমলা এলাকায় প্রায় ২শত মিটার পাকা সড়ক ধসে পড়েছে। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ব্যবস্থা গ্রহণ করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড।
এলাকাবাসী জানায়, চত্রা নদীর খনন কাজে অতিরিক্ত গভীর করায় ও রাস্তার পাশের মাটি বেলে হওয়ায় মাটি ধসে রাস্তা ভেঙ্গে গেছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, নদী খননের বিষয়ে দরপত্রের ডিজাইন অনুযায়ী কাজ করা হচ্ছে। সড়কে ফাটল ধরার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে গতকাল বৃহস্পতিবার সকালে উপ-বিভাগীয় প্রকৌশলী এসে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শনা দিয়ে গেছেন। তার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এস.এম নূর নবী জানান, নদীর খননকৃত মাটি রাস্তার পাশে থাকায় এলাকার লোকজন নিজেদের ব্যবহারের জন্য তা অপসারণ করতে না দেওয়ায় অতিরিক্ত মাটির চাপে এবং চত্রা নদীর মাটি বেলে হওয়ায় ও অতি মাত্রায় বৃষ্টির ফলে মাটিতে ধস নেমে রাস্তায় ফাটলের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ভেকু দিয়ে জরুরী ভিত্তিতে রাস্তার পাশে থাকা অতিরিক্ত মাটি অপসারণের ব্যবস্থাসহ রাস্তার ফাটল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।