Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ২টি ফেরীর ক্যান্টিনকে জরিমানা॥নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্য নেওয়ায়

॥স্টাফ রিপোর্টার॥ গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক গতকাল ১৪ই মে যৌথভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী বিভিন্ন ফেরীতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্ধ্যা-মালতী নামের একটি ফেরীর ক্যান্টিনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে মিনারেল ওয়াটার বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় তাদেরকে ৫হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুন একই ধারায় বনলতা নামের আরেকটি ফেরীর ক্যান্টিনকে ১০হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও আভিযানিক দলটি ওই নৌরুটে চলাচলকারী কয়েকটি ফেরীর ক্যান্টিন পরিদর্শন করে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির ব্যাপারে তাদেরকে সতর্ক করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করেন।
জেলা ও গোয়ালন্দ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।