Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কেন্দ্রীয় সভাপতির আগমন উপলক্ষে জেলা শ্রমিক দলের মতবিনিময় সভা

॥কবির হোসেন॥ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেনের আগমন উপলক্ষে রাজবাড়ী জেলা শ্রমিক দলের আয়োজনে গতকাল ৬ই মার্চ বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি আঃ গফুর মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি খন্দকার তৈয়বুর রহমান ততু, জেলা নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আজিজ, জেলা রিক্সা শ্রমিক দলের সভাপতি মজিদ মোল্লা, জেলা শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক নুরুন্নবী বাবু, বিদ্যুৎ সিবিএ’র সভাপতি তোফাজ্জেল হোসেন টিটু, জেলা হকার্স শ্রমিক দলের সভাপতি আঃ ছাত্তার বিশ্বাস, রাজবাড়ী পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।