Site icon দৈনিক মাতৃকণ্ঠ

র‌্যালী-আলোচনা সভার মাধ্যমে পাংশায় বিশ্ব মা দিবস পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল ১২ই মে দুপুরে বিশ্ব ‘মা’ দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার-ফেস্টুন সহকারে র‌্যালী বের করা হয়।
র‌্যালী শেষে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন শান্তনা বিশ্বাস।
প্রধান অতিথি আব্দুল মতিন মিয়া বলেন, মায়ের কোনো তুলনা হয় না। মায়ের ¯েœহ হচ্ছে সন্তানের উন্নতি ও সমৃদ্ধির সিঁড়ি। নারী নির্যাতন, বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীসমাজ শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বারতা, নারী-পুরুষের সমতা এই শ্লোগান বাস্তবায়নে নারী মুক্তি আন্দোলনের অগ্রযাত্রায় নারী সমাজের ব্যাপক ভূমিকা রয়েছে। সুন্দর জাতি গঠনে নারীর অবদান বিশ্ব স্বীকৃত বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন আলেয়া পারভীন ও গীতা পাঠ করেন তমা কুন্ডু। অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।