॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১২ই মে দুপুরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ৮৬পিস ইয়াবাসহ নাজমুল শেখ(২৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নাজমুল শেখ দক্ষিণবাড়ী গ্রামের মৃত আলম শেখের ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে বালিয়াকান্দি থানায় সোপর্দ পূর্বক র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজমুল শেখের মাদক ব্যবসার কথা জানতে পেরে তাদের একটি টিম অভিযান চালিয়ে দক্ষিণবাড়ী গ্রামের জনৈক দুদু বিশ্বাসের বাড়ীর পিছনের ভুট্টা ক্ষেতের পাশ থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
বালিয়াকান্দি থেকে ইয়াবাসহ মাদক বিক্রেতা নাজমুল গ্রেপ্তার
