Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফ্রিজের মূল্যে কারসাজী করায় রাজবাড়ীর সিঙ্গার ও ওয়ালটনের শোরুমকে জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ ফ্রিজের মূল্যে কারসাজী করায় খ্যাতনামা দুই ইলেকট্রনিক্স কোম্পানী সিঙ্গার ও ওয়ালটনের রাজবাড়ী শোরুমকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত ১০ই মে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে ফ্রিজের মূল্যে কারসাজী করার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় সিঙ্গারের শোরুমকে ৩হাজার টাকা এবং ওয়ালটনের শোরুমকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।