Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গরমে রাজবাড়ী সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে॥চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

॥চঞ্চল সরদার॥ প্রচন্ড গরম ও তাপদাহের কারণে রাজবাড়ী সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় প্রায় শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।
গতকাল ১০ই মে দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ১৩ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি আছে ২৯জন। গত ৬ই মে থেকে সেখানে গড়ে প্রতিদিন রোগী ভর্তি হয়েছে ৫০ জনের বেশী। স্থান সংকুলান না হওয়ায় তাদের চিকিৎসা চলছে ওয়ার্ডের মেঝে ও হাসপাতাল করিডোরে। রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রাজবাড়ী শহরের ধুনচি এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে ২বছরের শিশু জান্নাতকে নিয়ে এসেছে তার মা রুমা বেগম।
তিনি বলেন, প্রচন্ড গরমের কারণে তার মেয়ের ডায়রিয়া হয়েছে। এখানে নিয়ে আসার পর থেকে তাকে স্যালাইন খাওয়ানো হচ্ছে।
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের রূপপান বলেন, গত রাত থেকে আমার ডায়রিয়া হচ্ছে। আজ(গতকাল শুক্রবার) সকাল ৯টার দিকে হাসপাতালে এসে ভর্তি হয়েছি। কিভাবে যে ডায়রিয়া হলো তার বুঝতে পারছি না।
একই উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের রোজিনা বেগম বলেন, তিনি তার মাদ্রাসা পড়–য়া ছেলেকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেছেন। ডায়রিয়া হয়ে ছেলের শরীরটা খুব খারাপ। এখানে নিয়ে আসার পর থেকে তার স্যালাইন চলছে। বেড না পাওয়ায় ছেলের চিকিৎসা চলছে ওয়ার্ডের মেঝেতে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ রবিউল আজম বলেন, প্রচন্ড গরমের কারণেই ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। পানি থেকেও ডায়রিয়া হতে পারে। আমরা হাসপাতালে আসা ডায়রিয়া রোগীদের আমাদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি।