Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলার গৃহহীনদের ঘরের তালিকা সরেজমিনে যাচাই

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা গতকাল ১০ই মে সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি সদর, বহরপুর ও নারুয়া ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প-২ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় গৃহহীনদের ঘরের তালিকা সরেজমিনে বাড়ীতে বাড়ীতে গিয়ে যাচাই করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম এবং নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রোজার মধ্যে সাপ্তাহিক ছুটির দিনেও প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে উপজেলা নির্বাহী অফিসারের সরেজমিনে বাড়ী বাড়ী গিয়ে গৃহহীনদের ঘরের তালিকা যাচাইয়ের ফলে প্রকৃত গৃহহীনরা উপকৃত হবেন বলে সকলে আশা করছেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে ২লক্ষ ৫৮হাজার টাকা করে ব্যয়ে প্রত্যেক ইউনিয়নের ৬টি করে ৭টি ইউনিয়নে ৪২টি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১লক্ষ টাকা করে ব্যয়ে ৬২টি ঘর গৃহহীনদের নির্মাণ করে দেয়া হবে।