Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে মিল্কভিটার পক্ষ থেকে ঋণের চেক বিতরণ

॥মাহবুব হোসেন পিয়াল॥ দুধের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মিল্কভিটার পক্ষ থেকে ফরিদপুর সদরের ৩টি ইউনিয়নের ৪৫০জন গাভী লালন-পালনকারী কৃষকের মধ্যে ২ লক্ষ টাকা করে মোট ৯ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ৯ই মে দুপুরে ফরিদপুর শহরের বদরপুর এলাকার আফসানা মঞ্জিল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন,এমপি।
মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিল্কভিটা কর্তৃক বাস্তবায়নাধীন ‘বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় গবাদী পশুর জাত উন্নয়ন ও দুগ্ধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, মেধাসম্পন্ন জাতি গড়তে দুধের কোনো বিকল্প নেই। গাভী লালন-পালন করে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি অন্যদের পুষ্টিহীনতা দূর করতে দুধের চাহিদা মেটাতে অবদান রাখার সুযোগ পাবে।