Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার মাগুড়াডাঙ্গী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
জানাযায়, পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের কোরবান শেখের বাড়ীতে গত ২রা মার্চ বিকেল পৌনে ৩টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোরবান শেখের রান্নাঘর থেকে সৃষ্ট অগ্নিকান্ডে কোরবান শেখ, নিমফাত শেখ ও হাশেম শেখের ৩টি টিনের বসতঘরসহ আসবাবপত্র-মালামাল ভস্মিভূত হয়। এতে ৩টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়ে গত ৩রা মার্চ বিকেলে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের প্রত্যেকের ১০হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা ব্যক্তিগত অনুদান প্রদান করেন।
এ সময় কালুখালী উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন শেখ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর লাবলু বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।