Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারদের সাথে মতবিনিময় সভা

॥স্টাফ রিপোর্টার॥ মৌলিক সাক্ষরতা প্রকল্প(৬৪ জেলা)’র গোয়ালন্দ উপজেলার জিও-এনজিও সমন্বয় সভা এবং প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারদের সাথে মতবিনিময় সভা গতকাল ৮ই মে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভাপতি রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে ইউনিয়ন ভিত্তিক অনুষ্ঠিত সভায় প্রকল্পের ৩শত জন শিক্ষক, ৩শত জন শিক্ষিকা এবং ১৫জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।
তারা কেন্দ্র পরিচালনার বিষয়ে তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং উপজেলা নির্বাহী অফিসার ধৈর্য্য সহকারে সেগুলো শুনে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে কেন্দ্র পরিচালনার বিষয়ে দিক-নির্দেশনা দেন।
সভায় অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নূরুজ্জামান মিয়া, প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার (BLP) মোঃ রেজাউল করিম ও মোঃ বিল্লাল হোসেন এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ‘নারী কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক অসীম কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।