Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় জাতীয় থ্যালাসেনিয়া দিবস পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘অনাগত সন্তানকে দিতে থ্যালাসেনিয়া থেকে সুরক্ষা, বিয়ের আগে করুন রক্তের ইলোকট্রোফোরেসিস পরীক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৮ই মে জাতীয় থ্যালাসেনিয়া দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, ডাঃ ফজলে রাব্বী ও পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান।