Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রমজান মাস উপলক্ষে বালিয়াকান্দিতে পল্লী বিদ্যুতের ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রম

॥তনু সিকদার সবুজ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রম আবার শুরু করেছে পল্লী বিদ্যুতের বালিয়াকান্দি সাব জোনাল অফিস।
গতকাল ৬ই মে সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(অতিঃ) মোঃ সাইফুজ্জামানের নেতৃত্বে ১০টি ভ্যানযোগে পল্লী বিদ্যুতের প্রায় অর্ধশত কর্মী বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাহক সেবা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করে।
সকালে বালিয়াকান্দি সাব-জোনাল অফিস প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধনকালে সহকারী জেনারেল ম্যানেজার(অতিঃ) মোঃ সাইফুজ্জামান ছাড়াও পরিদর্শক তরিকুল ইসলাম, লাইনম্যান বেলায়েত হোসেন, আরিফ হোসেন এবং বিলিং সুপারভাইজার(চঃ দাঃ) কনিকা রানী সরকারসহ সাব-জোনাল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুতের বালিয়াকান্দি সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(অতিঃ) মোঃ সাইফুজ্জামান বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশের ন্যায় বালিয়াকান্দি উপজেলাতেও ব্যাপক হারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। রমজান মাসে আমরা ১২শত সংযোগ প্রদান করবো। শুধু সংযোগ নয়, গ্রাহকদের যে কোন সমস্যা আমাদেরকে জানালে আমাদের কর্মী দ্বারা তার সমাধানের ব্যবস্থা করে দিব। পবিত্র রমজান মাসে গ্রাহকগণ যাতে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পায় সে জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।