Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরের ভাঙ্গা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৬ই মে সকাল ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌর কমপ্লেক্স ভবনের সামনের সড়ক থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন শিবপাশা গ্রামের আঃ মজিদ সরদারের ছেলে রেজাউল করিম সরদার(৩০) এবং তার স্ত্রী ময়না আক্তার(২৬)। উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাদেরকে ভাঙ্গা থানায় হস্তান্তর পূর্বক র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গ্রেফতারকৃতরা যশোর জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ভাঙ্গা পৌর কমপ্লেক্স ভবনের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে গোপালগঞ্জের দিক থেকে আসা একটি বাসে তল্লাশী করে ব্যাগের মধ্যে বিশেষ কৌশলে বহন করা ২০০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।