॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) এর আওতায় গতকাল ৫ই মে সকালে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানের বাজারে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার। কর্মশালা সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল।
কর্মশালায় বক্তাগণ যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, স্যানিটেশন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন। দেবগ্রাম ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।